মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া সদর উপজেলার ইউপি নির্বাচনে স্বতন্ত্র -১০, নৌকা ১ টিতে বিজয়ী

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্কঃ
কুষ্টিয়ায় ৫ম ধাপে সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী ১০ টিতে স্বতন্ত্র ও নৌকা ১ টিতে বিজয়ী হয়েছে। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন – হাটশ হরিপুর ইউনিয়ন এম মোস্তাক হোসেন মাসুদ ( মোটরসাইকেল), বটতৈল ইউনিয়ন মিজানুর রহমান মিন্টু ফকির (ঘোড়া),আইলচড়া ইউনিয়ন মোঃ সিদ্দিক (আনারস), হরিনারায়ণপুর ইউনিয়ন মেহেদি হাসান সম্রাট (মোটরসাইকেল), পাটিকাবাড়ি ইউনিয়ন রোকনুজ্জামান কানু ( ঘোড়া), আব্দালপুর ইউনিয়ন আলী হায়দার স্বপন মাস্টার ( মোটরসাইকেল), ঝাউদিয়া ইউনিয়ন মেহেদী হাসান (চশমা), আলামপুর ইউনিয়ন আখতারুজ্জামান বিশ্বাস ( চশমা), মনোহরদিয়া ইউনিয়ন জহুরুল ইসলাম জহুর ( ঘোড়া), উজনগ্রাম ইউনিয়ন সানোয়ার হোসেন মোল্লা ( আনারস), অপরদিকে গোস্বামী দুর্গাপুর থেকে ১ টি মাত্র ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ লাল্টু রহমান বিজয়ী হয়েছেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কােথাও কোনো উল্লেখযোগ্য অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা ও পুলিশ প্রসাশনের কঠোর নজরদারি ও তৎপরতায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হল ৫ম ধাপের কুষ্টিয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।