মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় আনবিকের শ্রমিক নিহত

প্রকাশিত হয়েছে -

আজিজুল হাকিম

ভেড়ামারা,

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের ধাক্কায় হাফিজুল ইসলাম(২০) নামে রূপপুর আনবিক প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার রাত ৮টায় ফেরিঘাট-গোলাপনগর সড়কের হার্ডিং ব্রিজের নিচে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম রূপপুর আনবিক প্রকল্পের শ্রমিক ও ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের বাসিন্দা হাসান বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রূপপুর আনবিক প্রকল্পের শ্রমিক ছিলেন হাফিজুল ইসলাম। সে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হার্ডিং ব্রিজের নিচে পৌঁছালে একটি বালুবাহী ড্রাম ট্রাকে তার মোটরসাইকেলে পেছনে ধাক্কা দেয়। সে সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ঘটনার পর চালক পালিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ রায় বলেন, নিহতের পরিবার থেকে অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।