1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রকৌশলী ও তার স্ত্রীর নামে মামলা - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রকৌশলী ও তার স্ত্রীর নামে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ১৮২ বার পঠিত প্রিন্ট করুন

সমাচার ডেস্কঃ

কুষ্টিয়ার সড়ক বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী ও বর্তমানে সড়ক উপ বিভাগ ঢাকার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম এবং তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তা (৩৪) এর বিরুদ্ধে দুই কোটি সাতানব্বই লক্ষ একত্রিশ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন(দুদক)মামলা করছেন।

আজ (বৃহস্পতিবার) দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন একই কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া।

ওই মামলার আসামিরা হলেন , সড়ক ও জনপথ  (সওজ)বিভাগের কুষ্টিয়া কার্যালয়ের সাবেক উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম ( ৩৬ )তাঁর স্ত্রী আফরোজ খাতুন ( ৩৪ ) । তাঁরা কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বারাদি গ্রামের বাসিন্দা । বর্তমানে মনিরুল ঢাকা -২ সড়ক উপবিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন ।

মামলা সূত্রে জানা যায়, আফরোজা খাতুন তাঁর স্বামী মনিরুল ইসলামের সহায়তায় ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন ও দখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ২০০৪এর ২৭(১) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিষয়ে কথা বলার জন্য সওজের সাবেক উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলামের একাধিক মুঠোফোন নম্বরে কল করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। এ জন্য তাঁর বা তাঁর স্ত্রীর বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া তিনি বলেন, আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!