নিজস্ব প্রতিবেদক।। মানবাধিকার সংরক্ষণ ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখা শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শনিবার (৮ জানুয়ারি) আনুমানিক বিকেলে কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশেমপুর (গড়াই ব্রীজের নিচে) বেদে পল্লীতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ এ শীতবস্ত্র বিতরণ করেন।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ কাসেমপুর বেদে পল্লীর অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন।এছাড়াও গত ২৩ ডিসেম্বর ২০২১ ওই বেদে পল্লীরই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অসহায় ও দরিদ্র শিশু বালিকা শাপলা(৫) কে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করান।শিশুটির প্রয়োজনীয় ঔষধ, রক্ত সংগ্রহ ও সার্বিক চিকিৎসা তত্বাবধান করেন। দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলে চিকিৎসা খরচ বহনের ব্যবস্থা করে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাবেক সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, শহর শাখার সাংগঠনিক সম্পাদক রজনী চৌধুরী, জেলা শাখার সদস্য মিরাজুল ইসলাম মিরাজ, সৌরভ সাহা প্রমুখ।
বাংলাদেশ মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন,”জনকল্যাণমূলক কাজে সকলেই আমাদের সাথে প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করুক এই প্রত্যাশা করি।