মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

উচ্ছেদের প্রতিবাদে ও ভূমি বন্দোবস্তের দাবীতে মানববন্ধন ও সমাবেশ–প্রতি সময়ের সমাচার

প্রকাশিত হয়েছে -

আজিজুল হাকিম

ভেড়ামারা,

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়ায় গড়ে উঠা প্রায় দেড় হাজার পরিবার কে পুর্নবাসনের মাধ্যমে রেলওয়ে জিআরপি পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপনের দাবী জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন বসবাসরত ভূমিহীন পরিবার।

রায়টা নতুনপাড়া বসতভিটা রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে
গতকাল শনিবার দুপুরে রায়টা নতুনপাড়ায় বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে ও স্থায়ীভাবে ভূমি বন্দোবস্তের দাবীতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

জানাগেছে, বাংলাদেশ রেলওয়ের নপ্রায় ৪০০ বিঘা জায়গায় রেলওয়ে জিআরপি পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব জায়গায় প্রায় ৪০ বছর ধরে দেড় হাজার পরিবার বসবাস করে আসছে। বসবাসকারী এসব ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করার আগেই তারা স্থায়ীভাবে ভূমি বন্দোবস্তের দাবি জানান। গতকাল শনিবার রায়টা নতুনপাড়ার এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশে
স্লোগান দেয়- আমার মাটি আমার মা, জি আর পি ট্রেনিং সেন্টার হবে না। রক্ত দিব জীবন দিব, বসতভিটা ছাড়বো না।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, বি,জে,এম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, বর্তমান অধ্যক্ষ ফেরদৌস হোসেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাজদার প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন, ইউপি সদস্য মোঃ মাহাবুল হক, মোছাঃ আনোয়ারা বেগম, প্রভাষক জামান ফিরোজ, ডাঃ এয়াকুব সহ রাইটা নতুনপাড়া বসতভিটা রক্ষা সংগ্রাম কমিটির সদস্যসহ রাইটার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।