মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রান গেল দুজনের, প্রতিবাদে গাড়িতে আগুন

প্রকাশিত হয়েছে -

সঞ্জয় বিশ্বাস

কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রান গেল দুই মোটরসাইকেল আরোহীর। প্রতিবাদে স্থানীয়রা পুড়িয়ে দিল গাড়ি।

 

রবিবার (৯ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন , ভেড়ামারাগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে একটি চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।

একি ড্রাম ট্রাক একি সময়ে অপর একটি পাখি ভ্যানের পেছনের ধাক্কা দেয়। এতে ভ্যানের কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে ছিল সে সময়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক পলাতক আছে। তাকে ধরতে চেষ্টা চলছে।