নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে হচ্ছে কুষ্টিয়ার আধুনিকমানের এ স্টেডিয়াম।
বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
এসময় আওয়ামী লীগের উপস্থিতি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও স্থানীয় আওয়াামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন,
আধুনিক সব সুযোগ সুবিধা এই স্টেডিয়ামে থাকবে। এখানে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করা যাবে।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে আরও সহায়তার আশ্বাস দেন।
কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের বাইরেও দরকার হয় ভালমানের হোটেলের। আমরা সেদিকেও চেষ্টা করছি।
ভালমানের হোটেল নির্মাণ করে সে অভাবও পূরণ করতে পারবো বলে তিনি মনে করেন।