বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ২টি ড্রাম্পার ট্রাক মালিককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্কঃ

কুষ্টিয়ায় ফিটনেসবিহীন অবৈধ ডাম্পার ট্রাকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়।
এসময় দুইটি ডাম্পার ট্রাক আটক করা হয়। পরে প্রত্যেক মালিককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী মাজিস্ট্রেট সবুজ হাসান জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত সড়কে অভিযান চালানো হয়। এসময় বেশ কিছু ট্রাকের চালকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় ২টি ড্রাম ট্রাক মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ আওতায় প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এরআগে “কুষ্টিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে ডাম্পার বালুবাহী ট্রাক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে নড়েচড়ে বসে তারা।

প্রসঙ্গত, কুষ্টিয়ার বিভিন্ন উপজেলাতে আইন অমান্য করে ওভার লোড নিয়ে শহরে বা গ্রামে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক। এসব যানের চাকার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এখন ভেঙেচুরে একাকার। ফলে প্রতিদিন এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা, প্রাণ হারাচ্ছে শিশু থেকে বৃদ্ধ বয়স্ক মানুষ। কেবল সড়কের ক্ষতি নয়, অহরহ ঘটছে দুর্ঘটনা।
বছর শুরুতেই গত ১০ দিনে বালুবাহী ডাম্পার ট্রাকের চাপায় প্রাণ দিতে হয়েছে নারীসহ ১২ জনের বেশি।
অনভিজ্ঞ চালকরা বেখেয়ালভাবেই চালাচ্ছে। গত কয়েকদিনে এসব ডাম্পার ট্রাকের ধাক্কায় কয়েকজন নিরিহ মানুষের মৃত্যু জেলাবাসীকে আতঙ্কিত করে তুলেছে।