সমাচার ডেস্ক অনলাইনঃ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়েই চলছে।গত কয়েকদিনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায়
১১ দফা দেওয়া হয়,তারপরেও সাধারণ মানুষ তা মানছে না।
এর আগেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছিলেন,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশে করোনা সংক্রমণ আবার অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায়
আগামী ২১শে জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শুক্রবার (২১ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও জানান, প্রতিদিন আক্রান্তের হার বেড়েই যাচ্ছে। ১১ দফা দেওয়ার পরেও সাধারণ মানুষ তা মানছে না। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে স্কুল-কলেজে সংক্রমণের হার বেড়েই চলেছে।এমন অবস্থায় আগামী২১শে জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি বুঝে পবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।