বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোখতারুজ্জামান খান দুদুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

২১ জানুয়ারি শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা নিবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোখতারুজ্জামান খান দুদুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার সরকার ও কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত শাহার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউদ্দিন রতন (সাবেক তথ্য কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মুসা (সাবেক উপজেলা কমান্ডার), যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযুদ্ধা আলম মাস্টাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন । আইলচারা জোয়ার্দার পাড়া গোরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের পরিবার সূত্রে জানাযায়, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মোখতারুজ্জামান খান দুদু গত মংলবার ১৮ জানুয়ারি সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (শুক্রবার ২১ জানুয়ারি) ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর স্ত্রী দীর্ধ পাঁচ বছর যাবত ক্যান্সারে ভুগছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন ও অন্যান্য পেশার ব্যক্তিবর্গ মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।