বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযান। অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি সফল অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে মডেল থানা পুলিশের এসআই মেহেদী হাসান মুন্নু,এসআই রফিকুল ইসলাম, এসআই সাহেব আলী, এসআই দীপংকর, এএসআই আসাদ, কন্সট্রেবল সেলিম রেজা সহ সংগীয় ফোর্স কুষ্টিয়া সদরউপজেলার আইলরাচারা ইউনিয়নের নাজিরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করলে পরিত্যাক্ত অবস্থায় তারা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।