বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ঝিনাইদহে করোনার সংক্রমন ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত হয়েছে -

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ-
ঝিনাইদহের হরিণাকুন্ডর উপজেলার বিভিন্ন বাজারে অমিক্রনের ভয়াবহতা রোধে জনসাধারণের সচেতন করতে হাত মাইক যোগে প্রচারণাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার কুলবাড়ীয়া, আর্শীনগর, সাতব্রীজ পোড়বটতলা, কালীতলা, ভবানীপূর বাজারসহ বিভিন্ন বাজার ও মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করা, শারীরিক দূরত্ব বজায় রেখে না চলা, মাস্ক পরিধান না করার অপরাধে ৭টি মামলার বিপরীতে সাতজনকে ১৮০০ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ভাইরাসের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসন আগামীতে আরো কঠোর ভূমিকা পালন করবে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।