সমাচার ডেস্ক অনলাইনঃ
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৩ জানুয়ারি ২০২২ ইং তারিখ সন্ধ্যা ০৬:২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভাস্থ কুষ্টিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট-২৭০ পিছ, যাহার আনুমানিক মূল্য- ৬৭,৫০০/- (সাতষট্টি হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন ০২টি, সীম ০৪টি, নগদ ১৬১০/- টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ মনিরুল ইসলাম(৩৬), পিতাঃ মোঃ আব্দুল মান্নান বিশ^াস, সাং-সামুখীয়া তালবাড়ীয়া, থানা-মিরপুর ২। মোঃ তরিকুজ্জামান মুক্তা(৩৭), পিতাঃ মৃত শেখ নুরুল আলম সাং- পূর্ব মজমপুর, থানা-সদর, উভয় জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।