সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের সফল অভিযানে ১১০ বোতল ফেন্সিডেল সহ তুহিন(২৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তুহিন পাবনা সদর উপজেলার কাজিপুর নাজিরপাড়া এলাকার মৃত জামির শেখের ছেলে।
পুলিশ জানায়, কুষ্টিয়া দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাবিদ হোসেনের নেতৃত্বে
তেকালা পুলিশ ক্যাম্পের আইসি এসআই জিয়াউর রহমান সহ সঙ্গীয় ফোর্স দৌলতপুর থানাধীন মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজের গেটের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ তুহিনকে আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতপুর থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছিলো।