সমাচার ডেস্ক অনলাইনঃ
গত ২৬-০১-২০২২ তারিখ রাত ১১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে চুরি হওয়া মূল্যবান বৈদ্যুতিক ক্রেনের তার চোরাই চক্রের দুই সন্ধিগ্ধ আসামী ১। মোঃ সাইফুল ইসলাম @ সজিব (৩৫), পিতা- হুজুর আলী, সাং-বানিয়াপাড়া, থানা-কুমারখালী এবং ২। মোঃ তারিকুল ইসলাম @ তারিক, পিতা- হুজুর আলী, সাং-বড় বাজার (নোবক্স গলি), থানা-সদর, উভয় জেলা-কুষ্টিয়া’কে, কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বানিয়াপাড়া হইতে গ্রেফতার পূর্বক পাবনা জেলার ঈশ^রদী থানায় হস্তান্তর করা হয়েছে। যাহার ঈশ^রদী থানার মামলা নং-৩৬, তারিখ- ১৯/০১/২০২২ খ্রিঃ, ধারা: ৩৭৯ পেনাল কোড-১৮৬০, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।