বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

কুষ্টিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারী) রাত আনুমানিক আড়াইটার সময় এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় আটক হয়নি কেউ।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের
কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্ব র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
কুষ্টিয়া জেলার সদর থানাধীন জগতী সুগার মিলস জেনারেল ক্লাব এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইজি বাইক তল্লাশি করে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৪০ বোতল ফেন্সিডিল ও ইজিবাইক উদ্ধার করে।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক চালক কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার
ফজলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩২) সু-কৌশলে রাতের আধারে পালিয়ে যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।