বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ওসি সাব্বিরুল আলম, শ্রেষ্ঠ এসআই রফিকুল ইসলাম

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সাব্বিরুল আলম ও শ্রেষ্ঠ এসআই হিসেবে রফিকুল ইসলাম ভূষিত হয়েছে।

গতকাল ( ৩০ জানুয়ারী) সকাল ১০ টার সময় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এই মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রশংসনীয় কাজ করার কারনে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বিরুল আলম, ও কুষ্টিয়া মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলামকে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম পুরস্কার স্বরুপ ক্রেস্ট উপহার প্রদান করেন।

এছাড়াও ডিসেম্বর মাসে খুলনা বিভাগীয় রেঞ্জের মধ্যে কুষ্টিয়া মডেল থানার এসআই রফিকুল ইসলাম সেরা অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,
মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মোঃ ইয়াছির আরাফাত,
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল,
মোঃ আজমল হোসেন সহ কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ও ফোর্সবৃন্দরা।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই রফি কুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম স্যারের সঠিক দিক নির্দেশনা ও মডেল থানার কন্সট্রেবল সেলিম রেজা ও কন্সট্রেবল সুমনের সার্বিক সহযোগিতার আমি সেরা অফিসার হিসেবে পুরস্কার লাভ করেছি।