চয়ন আহমেদঃ
কুষ্টিয়ায় ভোরের পাখি ফুটবল টুর্নামেন্ট ও বার্ষিক বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃষ্টিস্নাত সকালে ভোরের পাখি সকল সদস্যদের আয়োজনে,কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ মাঠে ভোরের পাখি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়।
ভোরের পাখি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করেন মোট ৪ টি দল।
নুরু ডিজিটাল সাইন বনাম করিম সাইকেল ষ্টোর এবং সুমি ফার্নিচার বনাম কাদেরী টেলিকম।
সেমি ফাইনাল ম্যাচ থেকে বিজয়ী কাদেরী টেলিকম ও করিম সাইকেল ষ্টোর এই দু’টি দলের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়।
উক্ত ভোরের পাখি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টায়ব্রেকারে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় করিম সাইকেল ষ্টোর এবং কাদেরী টেলিকম রানার্সআপ হয়।
খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন এস,এম কাদেরী সবু।
ভোরের পাখি সকল সদস্যদের আয়োজনে,ভোরের পাখি ফুটবল টুর্নামেন্টের খেলাটি পরিচালনা করেন জনাব দেলোয়ার হোসেন।