সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়ায় ৪০ পিচ টাপেন্টা নিয়ে এক পুলিশ পুত্র সহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল আনু মোড় থেকে তাদের আটক করে জগতি পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জএস আই মেহেদী হাসান মুন্নু।
আটকৃতরা হলো কুষ্টিয়ার কুমারখালি উপজেলার সিংদাহ গ্রামের পুলিশ সদস্য লুৎফর রমানের ছেলে সাব্বির রহমান(২২) একই এলাকার মৃত আব্দুর হালিমের ছেলে আল আমিন( ২৫) ও আজিবর রহমানের ছেলে সবুজ শেখ(২৩)।
পুলিশ জানায় কবুরহাট এলাকা থেকে মাদকের চালান আসছে এমন গোপন সাংবাদের ভিত্তিতে আনু মোড় এলাকায় এস আই মেহেদী হাসান মুন্নু সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় কবুরহাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখী একটি হিরোহোন্ডা মটর সাইকেলে আরোহী যুবক কে গতিরোধ করে পুলিশ। পরে তল্লাশি করে উল্লেখিত তিন যুবকের কাছে থেকে ৪০ পিচ টাপেন্টা ট্যাবলেট উদ্ধার সহ তাদের আটক করে জগতি পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
এস আই মেহেদী হাসান মুন্নু জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।