বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

শতচেষ্টার পরেও বাঁচানো গেলো না কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানকে

প্রকাশিত হয়েছে -

ছবি সংগৃহিত

সমাচার ডেস্ক অনলাইনঃ

শতচেষ্টা করার পরও বাঁচানো গেলো না মরক্কোয় গভীর কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানকে।টানা চারদিন উদ্ধার অভিযানের পর শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রায়ানকে।

(১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় ১০৪ ফুট গভীর কুয়ায় পড়ে যায় ৫ বছরের শিশুটি।

এরপরই তাকে কুয়া থেকে বের করে আনতে অভিযানে নামে উদ্ধারকর্মীরা। সরু কুয়ার ভেতরে যাওয়া সম্ভব না হওয়ায় পাশেই কুয়ার সমান গভীরতায় গর্ত খোঁড়া শুরু করে উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কুয়ার ভেতর একটি ক্যামেরা পাঠিয়ে দেখা যায় জীবিত আছে রায়ান।
কুয়ার ভেতর অক্সিজেন, খাবার ও পানি পাঠিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছিল।

শনিবার রায়ানের খুব কাছাকাছি পৌঁছেও যায় উদ্ধারকারীরা। তবে তাকে জীবিত বের করে আনা সম্ভব হয়নি। রায়ানের মৃত্যুতে শোক জানিয়েছেন মরক্কোর বাদশাহ মোহাম্মদ।