সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলাস্থ কুষ্টিয়া বিজিবি সেক্টর সংলগ্ন লেবেল ক্রসিংয়ের ১০ গজ উত্তরে আপ লাইনে
আজ সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মোফাজ্জেল হোসেন (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি মিস্ত্রিপাড়ার মৃত কেরু মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,রেল লাইন দিয়ে যাওয়ার পথে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী কপতাক্ষ এক্সপ্রেস টেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ খরব দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে পোড়াদহ থানার জিআরপি ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন যেভাবে কাটা পড়েছে তাতে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি নিজেই মাথা পেতে আত্মহত্যা করেছেন।