সমাচার ডেস্ক অনলাইনঃ
৭ ফেব্রুয়ারি ২০২২ ইং।। কুষ্টিয়ার সুনামধন্য বেকারীর ম্যানেজার রাজিব (২২) নামে একজন আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ ভোরে আব্দুর রাজ্জাক রোড, আড়ুয়াপাড়ার বনফুডের পাশে এ ঘটনা ঘটে। সে পাবনা জেলার সুজানগর উপজেলার বেলখেতুপাড়া এলাকার কেয়াম সরদারের ছেলে রাজিব। তিনি চামড়া পট্টির মোড় অবস্থিত বনফুড বেকারীতে কর্মরত ছিলেন বলে জানান বনফুডের মালিক জালাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায় বনফুড বেকারীতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার শশুর বাড়ীতে স্ত্রীকে নিয়ে সাংসারিক জীবন যাপন করা অবস্থায় পারিবারিক দ্বন্দের কারণে আজ সকালের দিকে শশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রাজিবের মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম বলেন পারিবারিক কলেজের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে তিনি জানান। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে।