বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ট্রেনে কেটে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

কুষ্টিয়ার মিরপুরে রেললাইনে ট্রেনে কাটা পড়ে আয়েশা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আয়েশা উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের আকাশের মেয়ে। সে তার মায়ের সাথে ওই গ্রামে নানা আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, সকালে আয়েশা রেললাইনের উপরে খেলা করছিলো। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পোড়াদহ জিআরপি থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।