বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট,বিকাশের টাকা উদ্ধার

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়া কর্তৃক বিকাশের ২০,০০০/- টাকা উদ্ধার এবং প্রকৃত মালিকের নিকট হস্তান্তরঃ

জনৈক মোঃ শাখাওয়াত(২৫), পিতা-মোঃ আহমদ হোসাইন, সাং- পশ্চিম ঘাটিয়াডাঙ্গা, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম গত ৩০/১১/২০২১ তারিখে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ২০,০০০/- টাকা ভুলবশত অন্য নম্বরে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। টাকা ফেরত পেতে ব্যর্থ হয়ে তিনি সিএমপি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। উল্লিখিত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট উক্ত টাকা উদ্ধার করে। আজ ১৬/০২/২০২২ খ্রি কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় হতে কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম উদ্ধারকৃত বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন । পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সদিচ্ছায় বিকাশের টাকা উদ্ধার করে দেওয়া টাকা পেয়ে জিডির বাদী মোঃ শাখাওয়াত, পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশ, কুষ্টিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।