বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে আওয়ামী লীগের এক নেতা খুন,গুলিবিদ্ধ-৫

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইন:

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগের এক নেতা খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০)। তিনি চাঁদগ্রামের ওম্বর মণ্ডলে ছেলে। সিদ্দিক ওই ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আহতরা হলেন নিহত সিদ্দিকের ভাই আনিছুর রহমান, আব্দুল খালেক ও বাদশা মণ্ডল।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, চাদঁগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে কাজ করছিল সিদ্দিক। এসময় হঠাৎ দুর্বৃত্তরা সিদ্দিকসহ চারজনকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, হামলার বিষটি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহত সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।