সমাচার ডেস্ক অনলাইন
আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন
২১ শে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবের দিন। মাতৃভাষার জন্য জীবন দিয়ে আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র ভাষা উর্দু থেকে বাংলায় রুপান্তরিত করেছিলো সালাম, রফিক, জব্বার সহ অনেকেই। সমগ্র পৃথিবীতে বাঙালি জাতিই একমাত্র ভাষার জন্য লড়াই করেছে। সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কুষ্টিয়ার বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে কুষ্টিয়া ডিসি অফিস চত্ত্বরে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সাবেক ছাত্রনেতা ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়ার জুনিয়র সদস্য ও অ্যাডভোকেট মোখলেসুর রহমান পিন্টু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা, অ্যাডভোকেট বিকাশ কুমার সৌম্য, অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান (পলল), শিক্ষানবিশ আইনজীবী রনি করিম, মাসুদুজ্জামান মাসুদ।