বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ড্রামট্রাকের ধাক্কায় আবারও সড়কে ঝরল আরো একটি প্রান

প্রকাশিত হয়েছে -

চয়ন আহমেদঃ
কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ভাদালিয়ায় ড্রামট্রাকের ধাক্কায় লিটন মুন্সি(৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২ টার দিকে মোটরসাইকেল আরোহী লিটন মুন্সি দুপুরে দিকে মটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে ভাদালিয়া নামক স্থানে পৌছালে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয় দাবি স্থানীয়দের।

তারা জানান, লিটন মুন্সি মটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এমন সময় একটি বেপরোয়া গামী ড্রামট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে আসড়ে পড়ে নিহত হন।

লিটন মুন্সির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আলম মুন্সির ছেলে বলে জানা গেছে।

তিনি কুষ্টিয়ার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।