বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

গাংনীতে ৬ ডাকাত গ্রেফতার, ডাকাতি মালামাল উদ্ধার

প্রকাশিত হয়েছে -

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীত ৬জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঁশবাড়িয়া-চিৎলা সড়কে ডাকাতির ঘটনায় গত বৃহস্পতিবার রাতভর বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে তাদের গেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো,সদর থানার উত্তর
শালিকা গ্রামের আবেদ আলীর ছেলে আল আমিন(২৫) , শ্যামপুর উত্তরপাড়ার আব্দুল
বারীর ছেলে মিলন হোসেন(২৮),মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল
জোয়ার্দ্দার ছেলে আরিফুল ইসলাম খোকন(২৬), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে
শাকিল(২২), পুরুন্দপুর গ্রামের বাছাদ আলির ছেলে সবুজ(২৫) ও একই গ্রামের
সেলিমের ছেলে শামিম রেজা ওরফে শিপন(২৬)।

মামলার তদন্ত কর্মকর্তা ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ-আব্দুর
রাজ্জাক বলেন, গত ৯ ফেব্রুয়ারি বুধবার রাত সারে ৮টায় চিৎলা গ্রামের মৃত আরমান
শেখের ছেলে কামরুজ্জামান তার স্ত্রী সন্তান সাথে নিয়ে মোটরসাইকেল যোগে
গাঁড়াডোব থেকে চিৎলা গ্রামে যাওয়ার পথে সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ি পথরোধ
করে।এরপর তাদের গাছের সাথে বেঁধে মটরসাইকেল,স্বর্নলংকার ও মোবাইল ফোন নিয়ে
নির্বিঘ্নে চলে যায়।
এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে পরদিন অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি মামলা
দায়ের করে।