বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইন।।

কুষ্টিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি ইবি থানার ১০ নং উজান গ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো আমিরুলের ছেলে শুভ ইসলাম(১৭)।

পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার বার থেকে তিন দিন ধরে নিখোঁজ ছিলেন নিহত শুভ এবং এ বিষয়ে ইবি থানায় জিডি করেন নিহতের স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়,বারইপাড়া নামক স্থানের ভুট্টার ক্ষেতে শুভ’র লাশটি মাটির দিকে মুখ উপুর হয়ে পড়ে থাকতে দেখতে পাই স্থানীয়রা।পরে লাশটি চিহ্নিত করে শুভ’র পরিবার।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন বাবার সাথে রাগ করে বাড়ী থেকে অভিমান করে চলে যায়। এরপর থেকে বাড়ীতে ফিরে না আসায় তার পরিবার একটি জিডি দায়ের করেন। আজ দুপুরের দিকে স্থানীয়রা আমাদেরকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
তবে নিহত শুভকে কে বা কাহারা হত্যা করেছে তা ময়না তদন্ত করলেই জানা যাবে বলে তিনি জানান।