সমাচার ড্রেস্ক অনলাইন:
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে রবিবার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। অনুষ্ঠানে সভাপতি “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উপলক্ষে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের উত্তরাধিকারীদের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রদত্ত নগদ অর্থ এবং উপহার সমগ্রী হস্তান্তর করেন এছাড়াও ২০২০ এবং ২০২১ সালে কোভিড-১৯ এ শাহাদতবরণকারী পুলিশ সদস্যদের উত্তরাধিকারীদের অনুকূলে সম্মাননা স্মারক ও ইতোপূর্বে অত্র জেলা হইতে অবসর গ্রহণে যাওয়া বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের হাতে পুলিশ সুপার সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন এবং উপস্থিত সকলেই নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে। প্রধান অতিথি, জেলা পুলিশ কুষ্টিয়ার সার্বিক কল্যাণে অফিসার ফোর্সের আবেদন নিবেদন শ্রবণ এবং উক্ত আবেদনের উপর তাৎক্ষনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য, রাখেন। একই সাথে সকলকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব মনে করে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে। সভাপতি জানুয়ারি ২০২২ মাসে অত্র জেলায় বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদ মর্যদার তিনজন পুলিশ অফিসারকে সনদপত্র, ক্রেস্ট এবং অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন। এছাড়াও জেলা পুলিশ, কুষ্টিয়ার এসএএফ ফোর্সের নির্মল বিনোদন কেন্দ্র ‘নির্ঝর’ এর শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে সম্মানা ক্রেস্ট গ্রহণ করেন কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, শহীদুজ্জামান (আরওআই), রির্জাভ অফিস, কুষ্টিয়া, ডিআইও ১,কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।