বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে পুলিশ পরিচয়ধারী এক প্রতারক আটক

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ সাম্প্রতিক সময়ে পুলিশ ও অন্যান্য সরকারী চাকুরীজীবি পরিচয়ে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক প্রতারক চক্র চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। এরুপ অপরাধ চক্রকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য র‌্যাব সদা তৎপর। গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ রাত ১১.২০ ঘটিকার সময় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজুমপুর রেলগেইট সংলগ্ন মোঃ মোস্তাফিজুর রহমান লিমন, পিতা- মৃত মতিয়ার রহমান এর মালিকানাধীন হোটেল হলিডে ইন্টারন্যাশনাল এর ভিতর” একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রতারক আসকারুল ইসলাম আতিক (২৫), পিতা-মোঃ সিদ্দিক আলী, সাং-চেঙ্গাড়া, থানা-গাংনী, জেলা-মেহেপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীর নিকট হতে আনসার আইডি কার্ড-০১টি, দাখিল পাসের সার্টিফিকেট-০১টি, প্রশংসাপত্র-০১টি, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি এবং ০১টি সোনালী ব্যাংকের স্বাক্ষরিত ব্যাংকের চেক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের অপরাধ স্বীকার করে এবং বহু লোককে চাকুরী দেওয়ার কথা বলে টাকা আতœসাৎ করেছে বলে জানায়। পরবর্তীতে চাকুরী প্রত্যাশী ভুক্তভোগী একজন সদস্য মোঃ সালমান জোয়ার্দ্দার (২৩), পিতা মৃত ইয়াকুব জোয়ার্দ্দার, সাং-৩৭/১ নারিকেলতলা (কোর্টপাড়া), থানাঃ সদর, জেলাঃ কুষ্টিয়া র‌্যাবের সহায়তায় উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মডেল থানায় একটি প্রতারনার মামলা দায়ের করেন