ইরফান রানাঃ
বোতলের গায়ের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে কুষ্টিয়ার কুমারখালিতে তিন
দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া ও কুমারখালি উপজেলা
প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, বোতলের গায়ে থাকা দাম
মুছে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে আলাদা আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত ও
বাজার মনিটরিং এই জরিমানা করা হয়েছে।
এ সময় কুমারখালি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল
মোকছেদ স্টোরকে ২০ হাজার টাকা, বোতলজাত সয়াবিন তেলের মূল্য বোতলের গায়ের মূল্য
অপেক্ষা বেশি রাখার অপরাধে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল
রুস্তম ভ্যারাইটিজ স্টোরকে ২০ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম শিমুল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা
আদায় করে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক
সুচন্দন মন্ডল বলেন, সারাদেশে তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেলের দাম
বাড়ার বিষয়টি পুঁজি করে ফায়দা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে ভোক্তা
সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় বাজার মনিটরিং অব্যাহত রেখেছে। এরই
ধারাবাহিকতায় কুমারখালিতে তিনটি দোকান মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযোগ রয়েছে তেলের বোতলে থাকা নির্ধারিত দাম মুছে বেশি দামে বিক্রি হচ্ছিলো।
এসময় স্যানেটারী ইন্সপেক্টর সহ আইনশৃঙ্খলা রক্ষার্কারী বাহিনীর সদস্যরা
উপস্থিত ছিলেন।