বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সেরা স্পিনার শেন ওয়ার্ন

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাকে অচেতন অবস্থায় (কোহ সামুই অবকাশ এলাকার) ভিলায় পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে ওয়ার্নের পরিবার। বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।

সুত্রঃ গুগল/ফেসবুক