সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময়ত তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগজিন ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈদ্যনাথতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম অন্তর আলী (২০)। সে একই উপজেলার বৈদ্যনাথতলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা করেছে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই আশিকুর রহমানের নেতৃত্বে একদল সদস্য উপজেলার তারাগুনিয়া এলাকার একটি মুদি দোকানের পাশ থেকে অন্তর আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে নিজের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে তিনি। পরে অন্তর আলী তার সহযোগী কামালের বসতবাড়ির রান্না ঘরের মেঝেতে পুতে রাখা অস্ত্র দেখিয়ে দিলে গায়েন্দা পুলিশ তা উদ্ধার করে। এ সময় গুলি ও ম্যাগাজিন পাওয়া যায়। তবে কামাল পলাতক রয়েছে। কামাল একই এলাকার মৃত শমসের মোল্লার ছেলে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে আমাদের ফোর্স অপারেশন চালিয়েছে। অন্তর মাদক কেনাবেচার সাথে জড়িত। তাদের একটি নেটওয়ার্ক রয়েছে। মাদক কেনাবেচার সময় কেউ বাধা দিলে অস্ত্র ব্যবহার করা হয়। পলাতক কামালকে গ্রেপ্তার করতে পারলে আরো তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।