সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে আরাফাত হোসেন (২)শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু আরাফাত হোসেন (২) ওই গ্রামের কুয়েত প্রবাসী হাকিম বিশ্বাসের একমাত্র ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৫ মার্চ) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নন্দীগ্রামে।
শিশুটির স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে শিশুটির নানা ও নানি তাদের বাড়িতে বেড়াতে আসেন। নিহতের মা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যান ছেলের কথা। প্রায় আধাঘণ্টা পর মায়ের কাছে খবর আসে আরাফাত পুকুরে ভাসছে। শুনে চিৎকার দিয়ে ছুটে যায় পুকুর পাড়ে।
পরে স্বজনরা নিহত আরাফাতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।