বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ার কুমারখালীতে গলায় ওড়না পেঁচানো নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে -

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালিতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আফরোজা খাতুন পায়রা (৫০) নামে  নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার পান্টি ইউনিয়নের ডাঁসা গ্রাম থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আফরোজা খাতুন পায়রা একই গ্রামের মৃত আতিয়ার রহমানের মেয়ে।

নিহতের স্বজনদের দাবি, পায়রার স্বাভাবিক মৃত্যু হয়নি ও আত্মহত্যাও করেননি সে। তার মৃত্যু রহস্যজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আফরোজা খাতুন পায়রা প্রায় ৩০ বছর ধরে বাপের বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি স্বামী পরিত্যাক্ত ছিলেন।তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনিই বড় ছিলেন। আজ সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল।

কুমারখালী থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এক নারীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যু রহস্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।