সমাচার ডেস্ক অনলাইনঃ
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার আলোচিত চাঞ্চল্যকর ৭ বছর বয়সী স্কুল ছাত্রী সুরাইয়াকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছেন নিহত সুরাইয়ার পরিবারের স্বজন সহ মিলপাড়া এলাকার সর্বস্তরের সাধারন জনগন।
মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া পূর্ব মিলপাড়া এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা ট্রাফিক মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত সুরাইয়ার পরিবারের স্বজন সহ মিলপাড়া এলাকার সর্বস্তরের সাধারন জনগন অংশগ্রহন করেন।
বিক্ষোভ সমাবেশে নিহত সুরাইয়ার মা-বাবাসহ অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন শিশু সুরাইায়াকে যৌন নির্যাতন শেষে হত্যা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা নৃশংস এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একই দাবিতে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, আসামী গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। যে কোন মূল্যে আসামী গ্রেফতার করা হবে।
উল্লেখ্য : শনিবার (০৫ মার্চ) সন্ধ্যার পর গলাই ওড়না প্যাচানো অবস্থায় সুরাইয়াকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি ময়নাতদন্ত করা হয়। সুরাইয়া কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের পূর্ব মিলপাড়া এলাকার রুবেল আলীর মেয়ে। সে আলাউদ্দিন আহমেদ একাডেমি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মাছ ব্যবসায়ী। পরে নিহত সুরাইয়ার পিতা রুবেল হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় উল্লিখিত আসামীদের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।