স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখা। বুধবার ( ৯ মার্চ) বেলা ৩ টা থেকে বৈকাল ৬টা পর্যন্ত কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্রদল নেতা ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু ও সাংগঠনিক সম্পাদক শাহিন জোয়াদ্দার বক্তব্য দেন। সার্বিক অনুষ্টান পরিচালনা করেন আবু সাইদ জাকারিয়া উৎপল। এর আগে ছয় উপজেলার এগারো ইউনিটের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন ও সংক্ষিপ্ত বক্তব্য দেন।