সমাচার ডেস্ক অনলাইনঃ
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে ২০২২ সালের মার্চ মাসের মাসিক সভায় ২৫ শে মার্চে সাংগঠনিক কর্মসূচি, সকল সংগঠনের কার্যক্রম ও সদস্যদের পরিচিত সম্বলিত স্যুভিনিয়র প্রকাশ বিষয়ক আলোচনা করা হয়।
জোটের সিনিয়র সংগঠক ও ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান এস এম শামীম রানার সঞ্চালনা এবং সমন্বয়ক ও উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলার শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মুহাইমিনুর রহমান পললের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস. আই সোহেল, বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস-ঐতিয্য-সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব এস. এস. রুশদি, একটু পাশে দাড়াই সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন জোটের সংগঠক ও ইকোনমিক কুষ্টিয়ার চেয়ারম্যান এস. এম জামাল বাংলাদেশ জীব বৈচিত্র ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, নোঙর এর প্রতিনিধি প্রীতম মজুমদার, ব্লাড ডোনেশন আর্মি কুষ্টিয়া ইউনিটের সংগঠক ওমর ফারুক, নিজের বলার মতো একটু গল্প ফাউন্ডেশন কুষ্টিয়া ইউনিটের প্রতিনিধি মোঃ মামুন ও আবদুল্লাহ, ক্রিয়েটিভ কুষ্টিয়ার প্রতিনিধি মুনতাসীর কুয়াশা ও সুমাইয়া ইসলাম সিনথিয়া, প্রজ্জ্বলিত তারুণ্য সংগঠনের প্রতিনিধি জিহাদ খন্দকার, ইয়ুথ পাওয়ার কমিউনিটির প্রতিনিধি সাদমান হক রাফসান ও আরিফিন ফয়সাল।
অনুষ্ঠানের সমাপ্তিতে মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে কোভিড যোদ্ধা হিসেবে মোস্তাফিজুর রহমান সুমন এবং মুনতাসীর আহমেদ কুয়াশাকে সংবর্ধনা দেওয়া হয়।