কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মোনা (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট এলাকায় নসিমন উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত যুবক মেহেরপুর সদর উপজেলার পৌর এলাকার কাসসপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে।নিহত মোনা পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
নসিমনের যাত্রী ইনসান আলী খোকন জানান সকালে নসিমন যোগে ৬ জন পোড়াদহ কাপড়ের হাটে যাচ্ছিলাম। ঘটনাস্থলে ব্রিজের সামনে সড়কে গর্ত থাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা হাসপাতালে আসি। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ যুবায়ের ইবনে রাকিব তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।