স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নে হুমকি-ধামকি ও মারধোরকে কেন্দ্র করে ৪ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বিবাদী করা হয়েছে ১/ মোঃ আব্দুর রশিদ, ২/মোঃ রাশিদুল, ৩/ মোহাম্মদ মন্ডল ৪/ মো জহুরুল, সর্ব পিতা মৃত ইয়াকুব আলী, সর্ব ঠিকানা – বাহির বোয়াদাহ,কুষ্টিয়া সদর কুষ্টিয়া। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ১৩/৩/২২ সকাল সাতটার সময় আব্দুল লতিফ এর ছোট ভাই ওহাবের স্ত্রি বাড়ির সামনে খাদ হইতে বালি কাটাকালিন ২ নম্বর বিবাদী মো, রাশিদুল এর মাতা এসে আবদুল লতিফের ছেলে রাসেলকে অগত্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে গালিগালাজ করতে নিষেধ করলে ২ নং বিবাদী মো রাশিদুল এসে আব্দুল লতিফ ও তার ছেলেকে অগত্য ভাষায় গালিগালাজ করে এবং ১ নম্বর বিবাদী আব্দুর রশিদের হুকুমে আব্দুল লতিফ কে ধাক্কাতে ধাক্কাতে রশিদ মোড়ের দিকে নিয়ে যায় এবং পরে অন্যান্য বিবাদী গন আব্দুল লতিফের ছোট ভাইয়ের ছোট ছেলে নয়নকে মারধর করে এবং কদুর জানালা ভেঙে ফেলে। বিবাদী গন আরো বলে, বেশি বাড়াবাড়ি করিস না অসুবিধা আছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়-ভীতি ও প্রশাসনের হুমকি প্রদান করে। বিবাদী গন যেকোনো সময় আব্দুল লতিফ ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে দাবি ভুক্তভোগী আব্দুল লতিফের।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, এ বিষয়ে যে অভিযোগটি করা হয়েছে সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।