নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ পানি উন্নয়ন, বোর্ড জিকে সেচ প্রকল্প বাপাউবো, কুষ্টিয়ায় পানি ব্যবস্থাপনা ফেডারেশন গঠনের লক্ষে এডহক কমিটি গঠনে সভা অনুষ্ঠিত। আজ ১৩ ই মার্চ সকালে জিকে অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এসমর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) মল্লিক সাঈদ মাহবুব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) আব্দুল হেকিম,পানি উন্নয়ন বোর্ডের প্রধান পানি ব্যবস্থাপক মাহফুজ আহমদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী।
সভা শেষে জিকে পানি ব্যবস্থাপনা ফেডারেশনের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়, কমিটিতে আহবায়ক হিসেবে নির্বাচিত হন আব্দুল হান্নান, এছাড়া সদস্য নির্বাচিত হন বদিয়ার রহমান, সাফায়েত হোসেন পল্টু, কাজি ইরান হাসান ও মর্জিনা বেগম।