বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

চুরির উদ্দেশ্যে ভ্যানের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আমিনুর রহমান মৃধা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি গ্রামে। গত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত যুবকের নাম আমিনুর রহমান মৃধা (৩৫)। তার বাড়ি খোকসা উপজেলার গোপগ্রামে। বিলজানি গ্রামের ডাব ব্যবসায়ী মিলন মিয়ার ব্যাটারি চালিত ভ্যান চুরি করতে আসে সে। প্রতিদিনের মতো রাতে ভ্যানটি বিদ্যুতের সাহায্যে চার্জ দেয়া হচ্ছিল। আমিনুর হাত দিয়ে চার্জের তার ছাড়াতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে সেখানে পড়ে ছিলো। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের হাত বিদ্যুতায়িত হওয়ায় নীলাভ হয়ে গেছে। তার মরদেহ উপজেলাচ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।