বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব উদযাপন উপলক্ষে ব্রিফিং প্যারেড

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইনঃ

মঙ্গলবার (১৫ মার্চ২০২২) সকাল ৯ টায় বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব – ২০২২ উপলক্ষে ফোর্স মোতায়েন, ডিউটি কালীন সময়ে আচরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্তে করনীয় নিয়ে ১৫, ১৬ ও ১৭ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ (০১, ০২ ও ০৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ) উদযাপন উপলক্ষ্যে আইন-শৃংখলা কাজে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে মোহিনী মোহন আদর্শ ডিগ্রী কলেজ মাঠ, মিলপাড়া চত্ত্বরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।

বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর স্মরণোৎসব ২০২২ উদযাপন উপলক্ষে চেকপোস্টে ডিউটি, পিকেট ডিউটি, মোবাইল তল্লাশি /ফুট পেট্রোল ডিউটি, পুলিশ কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ডিউটি, লস্ট এন্ড ফাউন্ড ডিউটি, স্পিড বোট ডিউটি, আর্চওয়ে গেট ডিউটি, ওয়াচ টাওয়ার ডিউটি, ট্রাফিক ডিউটি, সাদা পোশাকে ডিউটি, ডিবি পোশাকে ডিউটিসহ নানা প্রকার ডিউটিতে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রধান অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় লালন একাডেমী চত্ত্বরে লালন স্মরণোৎসব-২০২২ পালনকালে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), ডিআইও-১, আরও আই, রির্জাভ অফিস, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।