ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে মোহতাসিম
আদিব নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে
জি-কে খালে এই ঘটনা ঘটে।
নিহত মোহতাসিম আদিব (২০) শহরের গার্লস স্কুল পাড়ার বাসিন্দা ওহিদুল ইসলামের
ছেলে। সে ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থী ও এবারের এইচএসসি পরীক্ষার্থী
ছিলো।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আজিজুল হক বলেন, ঘটনার সংবাদ
পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে সন্ধান চালানো শুরু করে। সোয়া ১২
টায় আদিবকে উদ্ধার করা হয়। এরপর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো
হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা
জানান, সকালে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে বেড়াতে যায় আদিবসহ নয় বন্ধু। এক
পর্যায়ে জি-কে (গঙ্গা-কপোতাক্ষ) খালের পানিতে নেমে গোসল করতে যায় তারা।
আদিবসহ ৭ জন সাতার জানতো না। হঠাৎ আদিবসহ তিনজন গভীর পানিতে চলে গেলে কোনরকম
দুইজন ওঠে আসলেও আদিব গভীর পানিতে তলিয়ে যায়। এঘটনার পর পরই পুলিশ, ফায়ার
সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালানো শুরু করে। প্রায়
এক ঘন্টার পর উদ্ধার হয়।
মোহতাসিম আদিবের বন্ধু প্রিন্স, ফাহিম, আদিব, রাহিন জানায়, গোসল করার এক
পর্যায়ে আদিব গভীর পানিতে চলে যায়। এসময় আমাদের মধ্যে দু’জন সাতার জানা বন্ধু
তাকে বাঁচাতে গেলে তারাও ডুবে যেতে থাকে। এক পর্যায়ে দু’জন তীরে ফিরে আসলেও
আদিব পানির নিচে তলিয়ে যায়।
ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ ঘোষ জানান, স্রোতে ভেসে না যায়
সেজন্য ভেড়ামারা জি-কে পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলীকে বলে আধা ঘণ্টার জন্য
পানি সরবরাহ বন্ধ রাখা হয়। এতে ক্যানেলের স্রোত কমে যায়।
তিনি বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারে পানিতে নেমে সন্ধান
চালায়। খোজাখুজির প্রায় এক ঘণ্টা পর পানির তলদেশ থেকে আদিব নামের ওই
শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।