বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হানিফ এমপি

প্রকাশিত হয়েছে -

সমাচার ডেস্ক অনলাইন  ।।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিন ব্যাপী লালন স্মরণোৎসবের আয়োজন করেছেন লালন একাডেমি। ১৭ মার্চ ছিল শেষ দিন।১৭ মার্চ দিনব্যাপী লালন স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছেঁউড়িয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিনব্যাপী স্মরণোৎসব অনুষ্ঠানের সমাপনী দিনে (১৭ মার্চ) বৃহস্পতিবার লালন স্মরণোৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এমপি। তৃতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। আলোচক বক্তা ছিলেন লালন একাডেমির প্রধান খাদেম মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও প্রেসক্লাব (কেপিসি) সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মনজু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য তাইজাল আলী খান, কুষ্টিয়া বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী,

শুভেচ্ছা বক্তা ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও লালন একাডেমির সহ-সভাপতি শারমিন আক্তার, কুমারখালী উপজেলা নিবার্হী অফিসার ও লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য বিতান কুমার মন্ডল।

স্বাগত বক্তা ছিলেন অতিরিক্ত পিপি ও কুষ্টিয়া লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য এ্যাড শহিদুল ইসলাম।

”মানুষ ভজলে সোনার মানুষ হবি”এই আধ্যাত্মিক গানের তালে তালে দেশ বিদেশ থেকে আসা বাউল ভক্তরা মাতিয়ে তুলেছিল লালন একাডেমী চত্বর।লালন মাজার চত্বর যেন বাউলদের মিলন মেলায় পরিনত হয়েছিলো।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়ায় লালনের আখড়াবাড়ীতে বসেছিলো সাধু সঙ্গ আর মিলন মেলা।টানা তিনদিন দিন সাধু সঙ্গ, লালন গান,লালন মেলা ও আলোচনা অনুষ্ঠান চললে বৃহস্পতিবার ছিল শেষদিন।
স্মরণোৎসবে আলোচনা সভা,
অনুষ্ঠানকে ঘিরে দূর–দূরান্ত থেকে এসেছিলো লালন একাডেমির শিল্পীরা।আলোচনা শেষে দ্বিতীয় পর্বে লালন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে এই লালন অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমীর শিল্পিরা।
লালন স্মরণোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা উপস্থিত হয়েছিলো লালন আখড়া বাড়িতে। সেই সাথে বিদেশি লালন ভক্ত ও পর্যটকরাও এসে প্রাণবন্ত করে তুলেছিলো এই লালন স্মরণোৎসব।
করোনার কারণে সরকারি নিষেধাজ্ঞায় ২০২০ সালের পরে টানা দুই বছর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর আখড়াবাড়িতে ছিল না লালন স্মরণোৎসব ও লালন তিরোধান দিবসে কোনো আয়োজন। সাধু ভক্তদের মিলন মেলা করোনার কারণে পড়ে ছিল ভাটা। দুই বছর পর এবার লালন স্মরণোৎসব পালন করায় বাউল মহা খুশিতে বিভিন্ন বাদ্য যন্ত্র নিয়ে নেচে গেয়ে দিন পার করেছে তারা।