মোঃলোকমান রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃরা
রাঙ্গাবালীতে ৫০০গ্রাম গাঁজা সহ এক জন আট রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন এর স্লুইজ বাজার থেকে ৫০০গ্রাম গাঁজা সহ এক জনকে আটক করা হয়েছে।চরমোন্তাজ তদন্ত কেন্দ্রর অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর- নির্দেশনায় ও চরমোন্তাজ তদন্ত কেন্দ্রর এ এস আই আবু জাফর খান এর নেতৃত্বে এ অভিযানটিপরিচালিত হয় গ্রেফতারকৃত হলেন- মো.খবিরআকন(৩৫)
বুধবার আনুমানিক রাত১২টা ১০ মিনিটে
চরমোন্তাজ স্লুইজ বাজার থেকে
তাকে গ্রেফতারকরে চরমোন্তাজতদন্ত কেন্দ্র পুলিশ
চরমোন্তাজ তদন্ত কেন্দ্রর অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান
এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,কতিপয় মাদক ব্যবসায়ী
চরমোন্তাজ ইউনিয়নের স্লুইজ বাজার শ্রীগুর মিষ্টান্ন ভাণ্ডার এ কাজ করতো কারিগর হিসাবে !
গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গাঁজা বিক্রিতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন
গাঁজা সংগ্রহ করে চরমোন্তাজ ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় বিক্রি করত। আসামী খবিরের এর বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে ছেন চরমোন্তাজ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান