1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬মার্চ পালিত রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬মার্চ পালিত রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে

মোঃ লোকমান রাঙ্গাবালী (পটুয়াখালী)সংবাদদাতাঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা
শনিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন
চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব একে শামসুদ্দিন আবু মিয়া।
চরমোন্তাজ এ,ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃরুহুল আমিন।
সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃহানিফ মিয়া।
চরমোন্তাজ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ মোঃমিজান ফরাজি।
সাবেক সাংগঠনিক সম্পাদক চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগ ও সাবেক সভাপতি চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের মোঃমোশারফ হোসেন খাঁন।
চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য এম আজাদ খাঁন সাথী।
বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গাবালী উপজেলা শাখার সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল।
চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃসুমন হাওলাদার
চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃহাফিজুর রহমান ডিপ্টি
এসময় আর উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীরা ও চরমোন্তাজ এ,ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তার সঙ্গে বিউগলে করুণ সুর বাজানো হয় এসময় চরমোন্তাজ এ সত্তার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অভিনন্দন ও শুভেচছা জানান।
১৯৭১ সালের আজকের দিনে হাজার বছরের পরাধীনতার শেকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । আর সেই ঘোষণার পথ ধরেই ৩০ লাখ শহিদ আর চার লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। এ অর্জন কালের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার,
এ গর্ব বাঙালির।
বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়া তো বটেই বিশ্বের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার এক দেশ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিশ্বের বুকে এক স্বনির্ভর রাষ্ট্র। উন্নয়নের ধারাবাহিকতার প্রতীক।

শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, শিল্প, কৃষি, মানব উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো সব ক্ষেত্রে বাংলাদেশ আজ প্রগতির মডেল। তাই স্বাধীনতার ৫১ বছরে বাঙালি আজ শ্রদ্ধায় স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

তার দেখানো সোনার বাংলার স্বপ্নের পথ ধরেই আজকের বাংলাদেশ। যার নেতৃত্বে এগিয়ে জাচ্ছেন বঙ্গবন্ধুরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!