বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে -

২৬ মার্চ ২০২২।। কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে

বঙ্গবন্ধু ম্যুরালে ও উপজেলা গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি মুল শহর প্রদক্ষিণ করে এম,এন স্কুল মাঠে শেষ হয়।

পরবর্তীতে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন শেষে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এছাড়া পৌরমেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন, কাউন্সিলর শাহিন, সালাহউদ্দিন খান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।