বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবস ২০২২

প্রকাশিত হয়েছে -

২৬/০৩/২২ সমাচার ডেস্ক অনলাইনঃ 

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে আজ ভোর ৫.৫৫মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের কর্মসূচি। সকাল ৬.১০ মিনিটে শহীদ সৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন কর্মকর্তারা। পরে জেলা পুলিশ, জেলা মুক্তিযুদ্ধ কমান্ড, সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ সৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন।

সকাল ৮টায় কুষ্টিয়া স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, কারারক্ষীম রোভার স্কাউটস,বয় ও গালস–ইন স্কাউট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অপর দিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এক বণার্ঢ্য বিজয় র‌্যালী বের করে।